বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করবে পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পর সাংবিধানিক প্রতিষ্ঠানটি বলছে, অভিযোগ তদন্ত করা হবে। গতকাল রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল-২৪–এ প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সাংবিধানিক সংস্থাটির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযোগ তদন্ত করব। প্রমাণ হলে করণীয় ঠিক করা হবে কমিশনের সভায়।’

৩৩তম থেকে ৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস করেছে একটি চক্র, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন কর্মকর্তা বলেন, বিসিএসের বেলায় পিএসসির কোনো প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ আগে আসেনি। সাধারণত পরীক্ষার আগে বা পরে অভিযোগ উঠলে যাচাই করা যায় বা ব্যবস্থা নেওয়া যায়।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মন্তব্য জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এর মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবেদন আমি দেখেছি। আমরা অভিযোগ খতিয়ে দেখছি। প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হতে হবে। আর প্রমাণ হলে কী হবে, সেটি কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’