৪২তম বিসিএসে দুজন প্রার্থীর প্রার্থিতা বাতিল

বিসিএস পরীক্ষা
প্রথম আলো ফাইল ছবি

৪২তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ কিন্তু পদের স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে ১৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু দুজন প্রার্থী আবেদনপত্র জমা না দেওয়ায় তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের মেডিকেল অফিসার (৯ম গ্রেড)–এর ১৭টি পদে নিয়োগের জন্য মোট ১৭ প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। কমিশনের সুপারিশ করা ফলাফল গত ৩ আগস্ট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

সুপারিশ করা ১৭ প্রার্থীর মধ্যে রেজিস্ট্রেশন নম্বর ১৪০০০৬৫২ ও ১১০০৭৮১১ নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেওয়ায় শর্তানুযায়ী উক্ত দুজন প্রার্থীর সংশ্লিষ্ট পদে সুপারিশসহ প্রার্থিতা বাতিল করা হলো।

সুপারিশ করা প্রার্থীদের নন-ক্যাডার পদে অনলাইন আবেদনপত্রের ডাউনলোডেড কপি ৬ থেকে ১৪ আগস্টের মধ্যে এই ই-মেইলে docsubmit@bpsc.gov.bd পাঠাতে বলা হয়েছিল।

করোনার প্রেক্ষাপটে ২০২০ সালে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।