চাকরি
চাকরি

প্রাথমিক শিক্ষা একাডেমিতে চাকরি, ষষ্ঠ ও নবম গ্রেডের নিয়োগে আবেদন করুন দ্রুত

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ষষ্ঠ ও নবম গ্রেডের তিন ক্যাটাগরির পদে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা এসব পদে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সহকারী বিশেষজ্ঞ

পদসংখ্যা: ১৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং অন্যূন দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রি।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: বিশেষজ্ঞ

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিসহ বা সমমানের সিজিপিএতে এমএড ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এমএড ডিগ্রি। কোনো স্বীকৃত জার্নালে শিক্ষাবিষয়ক দুটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

৩. পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট অথবা এই লিংকে ও এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।