আইসিডিডিআরবি নেবে নারী কর্মী, বছরে বেতন ১২ লাখের বেশি

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি হেলথ সিস্টেমস অ্যান্ড পপুলেশন স্টাডিজ বিভাগে রিসার্চ ইনভেস্টিগেটর পদে বাংলাদেশি নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: অ্যানালিস্ট প্রোগ্রামার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলসহ পাবলিক হেলথ/ ডেমোগ্রাফি/ পপুলেশন সায়েন্সেস/ সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো গবেষণাপ্রতিষ্ঠানে কোয়ালিটেটিভ ও কোয়ান্টিটেটিভ রিসার্চে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার, উইমেন্স এমপাওয়ারমেন্ট, ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটসে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার এসপিএসএস বা এসটিএটিএ এবং অ্যাটলাস ডট টিআই বা ম্যাক্সকিউডিএ বা এনভিভোর কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে বেতন ১২,১,৫৮৫ টাকা (আলোচনা সাপেক্ষে)।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৩।