বাংলাদেশ কৃষি ব্যাংক জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। ব্যাংকটি প্রধান কার্যালয় ঢাকায় সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা (সার্বক্ষণিক) পদে একজন চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা (সার্বক্ষণিক)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। উচ্চতর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
বেতন: ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সদন, দুই কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩–৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০।
আবেদনের শেষ সময়: ১৭ ডিসেম্বর ২০২৪।