ফাইল ছবি
ফাইল ছবি

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ৪০০

বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রম বাস্তবায়নে ক্রেডিট অফিসার (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) পদে ৪০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ক্রেডিট অফিসার (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম)

পদসংখ্যা: ৪০০

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নে কাজ করতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সভা, সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন–ভাতা

শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৭,৩০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ২৯,৮৮৪ টাকা। এর সঙ্গে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স বোনাস, ইনসেনটিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা এবং মুঠোফোন বিল দেওয়া হবে।

সুযোগ-সুবিধা

স্টাফ কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতনবৃদ্ধি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা দেওয়া হবে। কর্মস্থলে আবাসনসুবিধা ও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা প্রদান করা হবে। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানের শিক্ষাবৃত্তির সুযোগ আছে। বার্ষিক মোটরসাইকেল মেরামত বিল দেওয়া হবে।

শর্ত

ছয় মাস শিক্ষানবিশকাল হিসেবে দায়িত্বপালন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ২৫০ টাকা (অফেরত যোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চাকরিতে যোগদানের আগে নির্ধারিত নগদ (ফেরতযোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। প্রার্থীদের অবশ্যই নিজেস্ব মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

১৯ অক্টোবর ২০২৪।