আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পাশাপাশি ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ড কপি আইইউটিতে পাঠাতে হবে।
দপ্তর: ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র মেডিকেল অফিসার বা সমপদে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৬ বছর
বেতন স্কেল: ১,০৫০-২,৩০০ মার্কিন ডলার (প্রায় ১,১৪,৮৬২ থেকে ২,৫১,৬০২ টাকা)
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল-সুবিধা আছে।
দপ্তর: ক্যাম্পাস সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার বা সমপদে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ডিফেন্স ফোর্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও আবেদন করতে পারবেন।
বয়স: সর্বোচ্চ ৫৬ বছর
বেতন স্কেল: ৫০০-১,৭৫০ মার্কিন ডলার (প্রায় ৫৪,৬৯৬ থেকে ১,৯১,৪৩৬ টাকা)
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল-সুবিধা আছে।
দপ্তর: জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জেনারেটর স্থাপনে দক্ষতা থাকতে হবে। বৈদ্যুতিক কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৬ বছর
বেতন স্কেল: ১৯৫-৬৯৫ মার্কিন ডলার (প্রায় ২১,৩৩১ থেকে ৭৬,০২৭ টাকা)
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল-সুবিধা আছে।
আগ্রহী প্রার্থীদের আইইউটির ওয়েবসাইটের এই লিংকে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। পাশাপাশি সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ড কপি, জাতীয় পরিচয়পত্রের কপিসহ এক সেট আবেদনপত্র আইইউটিতে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অফিস অব দ্য চিফ অব স্টাবলিশমেন্ট, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪।