ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চারজন প্রভাষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে চারজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দুটি শূন্য স্থায়ী প্রভাষক পদে দুজন এবং ছুটিজনিত শূন্য পদের বিপরীতে দুজন অস্থায়ী প্রভাষক নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ/ জিপিএর ক্ষেত্রে স্কেল ৫.০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫সহ জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএর ক্ষেত্রে ৪.০০–এর মধ্যে ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
যেসব প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় প্রথম স্থান/ সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। প্রার্থীদের পিএইচডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রভাষক পদে বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
যেভাবে আবেদন
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট করে রসিদ, সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপিসহ আট কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৩।