ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী রোববার। এই প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
২. পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৭
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. পদের নাম: উপ–কর কর্মকর্তা
পদসংখ্যা: ৭
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫. পদের নাম: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৬. পদের নাম: ভেটেরেনারি কর্মকর্তা
পদসংখ্যা: ১০
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশু চিকিৎসা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ১৭
যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৯. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা
২০২৩ সালের ১ সেপ্টেম্বর সাধারণ প্রার্থীর বয়স উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা এবং ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।