পূবালী ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদে নিয়োগ দেবে। এ ৩ পদে মোট ৬৬০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যে–কেউ আবেদন করতে পারবেন। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
১. প্রবেশনারি সিনিয়র অফিসার-১০০
২. প্রবেশনারি অফিসার-২০০
৩. প্রবেশনারি জুনিয়র অফিসার-৩৬০
এ পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চারটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।
বেতন: এ পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৪০ হাজার টাকা। এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে ৩১,০০০-২,০০০-৬১,০০০ স্কেলে বেতন পাবেন এ পদে চাকরি পেলে। এ পদে চাকরি পেলে প্রবেশন শেষে মাসে বেতন মিলবে ৬৭ হাজার ৫০০ টাকা করে।
প্রবেশনারি অফিসার পদে আবেদনের জন্য জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না এ পদে।
বেতন: প্রবেশন অবস্থায় বেতন হবে ৩৫ হাজার টাকা। এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে ২৫,০০০-১,৬০০-৪৯,০০০ স্কেলে বেতন পাবেন। এ পদে চাকরি পেলে প্রবেশন শেষে মাসে বেতন মিলবে ৫৩ হাজার ৫৫০ টাকা করে।
প্রবেশনারি জুনিয়র অফিসার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দুটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।
বেতন: প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৩০ হাজার টাকা। এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে ২০,০০০-১,২০০-৩৮,০০০ স্কেলে বেতন পাবেন। এ পদে চাকরি পেলে প্রবেশন শেষে মাসে বেতন মিলবে ৪৪ হাজার ৩০০ টাকা করে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ২০২০ সালে চাকরির আবেদনে বয়সে ছাড় দেয় সরকার। তখন বলা হয়েছিল, ২০২০ সালের ২৫ মার্চে যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁরা আবেদনের সুযোগ পাবেন। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে পূবালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাঁদের বয়স ৩০ বছর, তাঁরা পূবালী ব্যাংকের প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদে আবেদনের সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালে ২৫ মার্চে ৩২ বছর হতে হবে।
পূবালী ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আগামী ২৫-৬-২০২৩ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী চাকরিপ্রত্যাশীরা।
পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। শাখা ও কর্মকাণ্ডের বিচারে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরই এটি দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ‘বাংলাদেশ বিজনেস এওয়ার্ড ২০০৯’ পদক অর্জন করেছে।