সরকারি চাকরির সুযোগ, চতুর্থ ও ষষ্ঠ গ্রেডে আবেদন ফি ৬০০

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ।
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: চিফ কনসালট্যান্ট (জেনারেল সার্জারি)
    পদসংখ্যা: ১ (অস্থায়ী)
    মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা
    যোগ্যতা: এমবিবিএস বা সমমানের ডিগ্রি।
    বয়স: ৫০ বছর
    বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

  • ২. পদের নাম: প্রোগ্রামার
    পদসংখ্যা: ১ (স্থায়ী)
    মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
    যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
    বয়স: ৩৫ বছর
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

আবেদন যেভাবে
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে Non-Cadre অপশন সিলেক্ট করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের আগে অবশ্যই আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে দেখে নিতে হবে।

প্রার্থীকে ঢাকা/রাজশাহী/চট্টগ্রাম/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহ কেন্দ্রের মধ্যে যেকোনো একটি কেন্দ্রের বিপরীতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রার্থী যে কেন্দ্র নির্বাচন করবেন, সে কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। তবে বাছাই/লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৪ থেকে ২৭ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত।