ঢাকা বিশ্ববিদ্যালয় তিন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভাগগুলো হলো উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, মৎস্যবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এই তিন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ
এই বিভাগে একজন অস্থায়ী প্রভাষক নেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ/সিজিপিএ স্কেল ৫.০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএর ক্ষেত্রে ৪.০০–এর মধ্যে ৩.৫০ প্রাপ্ত হতে হবে। তবে অনার্স অথবা মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অধিকারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিলযোগ্য। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ আট কপি দরখাস্ত রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে। দরখাস্তের প্রত্যেক কপির সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, গ্রেডশিট/মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। আবেদেনের শেষ তারিখ ২৯ জানুয়ারি। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
মৎস্যবিজ্ঞান বিভাগে দুজন প্রভাষক নেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ/সিজিপিএ স্কেলের ক্ষেত্রে ৫.০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। মৎস্যবিজ্ঞান বিষয়ে/ মৎস্যবিজ্ঞান বিষয়ের যেকোনো শাখায় অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় সিজিপিএ ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.৫০ প্রাপ্ত হতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ আট কপি দরখাস্ত রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে। দরখাস্তের প্রত্যেক কপির সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, গ্রেডশিট/মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একজন সহকারী অধ্যাপক ও তিনজন প্রভাষক নেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রিসহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ স্কেলের ক্ষেত্রে ৫.০০–এর মধ্যে ৪.২৫ থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃতমানের গবেষণা পত্রিকায় ৩টি প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
প্রভাষক পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ স্কেলের ক্ষেত্রে ৪.০০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে।
রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ আট কপি দরখাস্ত রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে। দরখাস্তের প্রত্যেক কপির সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, গ্রেডশিট/মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। আবেদেনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি। সহকারী অধ্যাপক পদের জন্য বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক পদের জন্য বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।