তিতাস গ্যাসে নবম গ্রেডে চাকরির সুযোগ

মডেল: নুসরাত।
ছবি: খালেদ সরকার

পেট্রোবাংলার প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এমবিবিএস পাস এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

বয়সসীমা
সাধারণ প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে
প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে। তিতাস গ্যাসের ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৬০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২২, বিকেল ৪টা পর্যন্ত।