ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরে প্রভাষক ও সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে।
পদ: প্রভাষক
বিষয় ও সংখ্যা
বাংলা-১, ইংরেজি-১, পদার্থবিজ্ঞান-১, রসায়ন-১, গণিত-১ ও জীববিজ্ঞান-১।
শিক্ষাগত যোগ্যতা
বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সব পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে। অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির অনার্স ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)
পদ: সহকারী শিক্ষক
বিষয় ও পদসংখ্যা: পদার্থবিজ্ঞান-১, ইংরেজি-১, গণিত-১, বাংলাদেশ ও বিশ্বপরিচয়-১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ বিএড/সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সব পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণির অনার্স ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)
শর্ত
বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। প্রাথমিক পর্যায়ে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ীভিত্তিক। নিয়োগপ্রাপ্ত সব অস্থায়ী প্রভাষক ও সহকারী শিক্ষক দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষানবিশকে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে চাকরিতে বহাল/স্থায়ীভাবে নিয়োগ দেবে।
যেভাবে আবেদন
প্রার্থীকে নিজ হাতে লিখিত দরখাস্তে নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার বিবরণসহ অন্যান্য উপযুক্ততা (যদি থাকে) উল্লেখ করে সব সনদের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি সত্যায়িত ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফি
অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের অনুকূলে এক হাজার টাকার (অফেরতযোগ্য) এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অধ্যক্ষ ও সদস্যসচিব, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর।
আবেদনের শেষ সময়
প্রভাষক পদে আবেদনপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর এবং সহকারী শিক্ষক পদে আবেদনপত্র জমার শেষ সময় ২৬ নভেম্বর।