গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে পাস প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম: পাস প্রজেক্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাসংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে বিদেশি ভাষায় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট, ইভেন্ট ও বাজেট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি বা জার্মান ভাষায় সাবলীল হতে হবে। জার্মান ভাষা শেখার মানসিকতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। দক্ষিণ এশিয়া ও জার্মানিতে পেশাগত ভ্রমণ ও প্রশিক্ষণ নেওয়ার মানসিকতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মঘণ্টা: সপ্তাহে ২৮ ঘণ্টা
বেতন: অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার, দুটি রেফারেন্সসহ পূর্ণাঙ্গ সিভি, প্রত্যাশিত বেতনসহ আবেদনপত্র jobs-dhaka@goethe.de ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘PASCH Project Coordinator’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৩।