পূবালী ব্যাংকে চাকরি, বেতন ৩৩ হাজার

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে এক ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। যেকোনো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট/সেন্টার থেকে জেনারেল ইলেকট্রিশিয়ান ট্রেডে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট পাস হতে হবে। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ও সাবস্টেশন–সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ বহুতল ভবনের ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের পাশাপাশি ইলেকট্রিক্যাল ত্রুটি নির্ণয় এবং মেরামতের ধারণা থাকতে হবে।
বয়স: ৩০ নভেম্বর ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
চাকরির ধরন: নির্বাচিত প্রার্থীকে এক বছরের জন্য টেকনিশিয়ান পদমর্যাদায় ইলেকট্রিশিয়ান পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হবে। এক বছর সন্তোষজনক চাকরি করার পর বিধি অনুযায়ী তাঁদের ব্যাংকের নিয়মিত চাকরিতে স্থায়ী করা হবে।
বেতন-ভাতা: ১৩,৭৫০-৮০০ বেতন–স্কেল অন্যান্য সুবিধাসহ মাসিক মোট বেতন ৩৩,৯৮৮ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণসংক্রান্ত সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, মানবসম্পদ বিভাগ (৫ম তলা), প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪।