বাংলাদেশ শিপিং করপোরেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (জাহাজ মেরামত)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মোটর) এবং ওই সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা: ২৯ অক্টোবর সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা
২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক) এবং ওই সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা। অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: ২৯ অক্টোবর সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিএসসির নিজস্ব অনলাইন জব পোর্টালের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের নিয়মাবলি, পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিএসসির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৩, রাত ১২টা পর্যন্ত।