মডেল: ইয়াসফি ও হাদী
মডেল: ইয়াসফি ও হাদী

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সর্বোচ্চ ১৭ লাখ ৩৭ হাজার

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কো–অর্ডিনেটর–ওয়াশ, এইচআইসিআরএ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: কো-অর্ডিনেটর-ওয়াশ, এইচআইসিআরএ

পদসংখ্যা: ২

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট/ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডেভেলপমেন্ট সেক্টরে অন্তত ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ওয়াশ বা এ ধরনের খাতে তিন থেকে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কোনো রেসিলিয়েন্স প্রোগ্রামে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ম্যানেজমেন্ট ও ডিজাইনে অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের স্থানীয় ভাষা জানা থাকতে হবে। কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে ওয়াশ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটসহ ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: বছরে মোট বেতন ১৬ লাখ ৮৮ হাজার ৬১১ থেকে ১৭ লাখ ৩৭ হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, জীবন ও স্বাস্থ্যবিমার সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে bangladesh-jobs@christian-aid.org এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ৯ ডিসেম্বর ২০২৪।