মার্কিন সংস্থায় চাকরি

বেতন বছরে সাড়ে ১২ লাখের বেশি, প্রার্থীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ থাকা যাবে না

ছবি: আইপাস–এর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কান্ট্রি অফিস, ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট কো–অর্ডিনেটর (অ্যাসোসিয়েট–থ্রি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, কমিউনিকেশনস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক কোনো সংস্থার ডেভেলপমেন্ট প্রোগ্রামে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পরিবার পরিকল্পনা, গর্ভপাত/গর্ভপাত পরবর্তী যত্ন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও জলবায়ু পরিবর্তন নিয়ে জানাশোনা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হওয়াসহ যোগাযোগে দক্ষ হতে হবে। সৃজনশীল লেখার দক্ষতা থাকতে হবে। রিসার্চ ও ডাটা অ্যানালাইসিসে পারদর্শী হতে হবে। প্রার্থীর বিরুদ্ধে যৌন নিপীড়ন/অপব্যবহার এবং শিশু নির্যাতনের কোনো পূর্ববর্তী রেকর্ড থাকা যাবে না।

কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
বেতন: বছরে ১২ লাখ ৬০ হাজার টাকা
সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্যসুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইপাসের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটে কাভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি পাঠাতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২৩।