মডেল: নুসরাত ও সিফাত
মডেল: নুসরাত ও সিফাত

ওয়াটারএইডে ঢাকায় চাকরি, বেতন ৮৯ হাজার

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় প্রোগ্রাম/প্রজেক্ট বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন এক্সপার্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/নৃ–বিজ্ঞান/উন্নয়ন অর্থনীতি/আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিদেশি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে ভালো। কোনো আন্তর্জাতিক সংস্থা/দাতা সংস্থায় ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন সেক্টরের এমঅ্যান্ডই বিভাগে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ও ডাটা অ্যানালাইসিস টুলস যেমন আর, পাইথন, এসপিএসএস ও এসটিএটিএর কাজ জানতে হবে। রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন প্ল্যানে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দীর্ঘমেয়াদি)
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৯ হাজার ১৪১ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সঙ্গী, সন্তানসহ কর্মীর চিকিৎসাসুবিধা ও মোবাইল বিলের সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ওয়াটারএইডের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুন, ২০২৪।