নিটওয়্যার শিল্প ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রশিক্ষণ পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’–এর সহায়তায় ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) প্রতিষ্ঠা করা হয়েছে। ইডিসিতে পাঁচ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
১. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিস ও পারস্পরিক যোগাযোগে দক্ষ হতে হবে।
২. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ব্যবসা বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে মাইক্রোসফট অফিস ও পারস্পরিক যোগাযোগে দক্ষ হতে হবে।
৩. পদের নাম: ল্যাব সহকারী
পদ সংখ্যা: ১
যোগ্যতা: আইটি–বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে। আইটি–সংশ্লিষ্ট কাজে ব্যবহারিক দক্ষতা থাকতে হবে।
৪. পদের নাম: অফিস সহকারী
পদ সংখ্যা: ১
যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় সক্ষম প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৫. পদের নাম: ক্লিনার
পদ সংখ্যা: ১
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এই ঠিকানায় ই-মেইল (hr.bigd@bracu.ac.bd) করতে হবে।
আবেদনের শেষ সময়
৭ অক্টোবর, ২০২৪।