৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে আবার আবেদন আহ্বান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ফাইল ছবি

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের মধ্যে যাঁরা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে অনলাইনে আবেদন চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে যাঁরা ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে চান, তাঁরা আবেদন করতে পারবেন।

তবে আদালতের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে পছন্দক্রম চায়নি পিএসসি।

আগ্রহী প্রার্থীরা আজ বৃহস্পতিবার থেকে আবেদন করতে পারবেন, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা না দিলে নন-ক্যাডার পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না।

এর আগে গত ২-১৬ জুন পর্যন্ত নন-ক্যাডার পদের পছন্দক্রম চাওয়া হয়। কিন্তু এলজিইডির ১৫৬টি পদের জটিলতায় আবেদনপ্রক্রিয়া আটকে যায়।

পিএসসি সূত্রে জানা যায়, ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮টি নন-ক্যাডার পদে নিয়োগপ্রক্রিয়া চলমান ছিল। এর মধ্যে ১৫৬টি পদে এলজিইডিতে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। তবে এলজিইডি কর্তৃপক্ষ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে পিএসসির কাছে আবেদন করে।

তখন এলজিইডিতে সুপারিশ পাওয়া ২২ জন এলজিইডির ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে পিএসসির কাছে করা আবেদন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। তখন পিএসসির কাছে ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে এলজিইডির আবেদন স্থগিত করেন হাইকোর্ট। ওই আদেশ চ্যালেঞ্জ করে আপিল করলে চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন। এর ফলে ৪০তম বিসিএসের নন–ক্যাডার পদের সবার নিয়োগপ্রক্রিয়া আটকে যায়। তাই ৪০তম বিসিএসের নন-ক্যাডারে অপেক্ষমাণ প্রার্থীদের আবার পছন্দের পদে আবেদন করতে হচ্ছে।