বাংলাদেশ ডাক বিভাগের অধীন দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো ড্রাইভার (ভারী) ও নিরাপত্তা প্রহরী। আজ সোমবার থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের বয়স
২০২৩ সালের ১ জুলাই আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র–কন্যা/ প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এই দুই ওয়েবসাইটে চাকরিসংক্রান্ত সব তথ্য মিলবে।
আবেদন ফি
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ড্রাইভার (ভারী) পদের জন্য ২২৩ টাকা, নিরাপত্তা প্রহরী পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।