আন্তর্জাতিক সংস্থায় চাকরি, সর্বোচ্চ বেতন ২,৪০,০০০, সপ্তাহে দুদিন ছুটি

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ।
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারনাশনাল (হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন) ইন বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজার প্রকল্পে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র প্রজেক্ট ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ বা সমাজবিজ্ঞান, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থা বা উন্নয়ন সংস্থায় ম্যানেজারিয়াল পদে অন্তত ৭ থেকে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত ৫ থেকে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট, এইচআর ম্যানেজমেন্টসহ প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। কক্সবাজার ও রোহিঙ্গা শিবিরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: ৩০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: ১,৮৫,০০০ থেকে ২,৪০,০০০ টাকা
সুযোগ–সুবিধা: চিকিৎসা ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, বিমা, মুঠোফোন বিল, চাকরি শেষে আর্থিক সুবিধা, মাতৃত্বকালীন ছুটিসহ বার্ষিক, অসুস্থতাজনিত ও ইভেন্ট ছুটি এবং সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। এই লিংকে তিনটি রেফারেন্সসহ (বর্তমান ও আগের সুপারভাইজার) সিভি আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ সেপ্টেম্বর ২০২২।