প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে আবেদনের যোগ্যতা নিয়ে চাকরিপ্রার্থীদের মাঝে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে তা স্পষ্ট করা হয়েছে। প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের নিয়োগ বিধিমালা-২০২৩-এ এটিইও পদের নিয়োগসংক্রান্ত বিষয়গুলো স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে।
গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিধিমালা-২০২৩ গেজেট আকারে প্রকাশ করা হয়। গেজেটে এটিইও পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কত শতাংশ কোটা এবং আবেদন করতে কত বছরের অভিজ্ঞতা লাগবে, তা বলা হয়েছে।
নতুন নিয়োগ বিধিমালা অনুযায়ী, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের ৮০ শতাংশ পদে নিয়োগ পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বাকি ২০ শতাংশ পদ সাধারণ প্রার্থীদের জন্য।
এটিইও পদে আবেদনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ছাড়া এ পদে আবেদনের জন্য প্রাথমিকের সহকারী শিক্ষকদের কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রধান শিক্ষকদের কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত পদে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ওই পদে সাধারণ প্রার্থী থেকে নিয়োগ দেওয়া হবে।
গত ২৬ জুন ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু সে সময় এই পদে আবেদনের ক্ষেত্রে কিছু বিষয়ে প্রশ্ন দেখা দেয় চাকরিপ্রার্থীদের মধ্যে। বিশেষ করে, প্রাথমিকে যোগ দেওয়া নতুন শিক্ষকেরা আবেদন করতে পারবেন কি না, এ বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
সরকারি বিধি অনুযায়ী, বিভাগীয় প্রার্থীদের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সে সময় দুই বছরের কম অভিজ্ঞ প্রার্থীরাও এটিইও পদে আবেদনের সুযোগ পান। এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকায় চাকরিপ্রার্থীরা বিপাকে পড়েন। পরে ১৫৯ জন এটিইওর নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে পিএসসি। আবেদনের যোগ্যতার বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করলে এ বিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম আবার শুরু করা হবে বলে সে সময় জানিয়েছিল পিএসসি।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেডের। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।