আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশ কান্ট্রি অফিস ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণায় উচ্চতর ডিগ্রি থাকলে ভালো। কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা গবেষণা প্রতিষ্ঠান বা একাডেমিক প্রতিষ্ঠানে রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশনে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো জার্নালে প্রধান গবেষক বা সহগবেষক হিসেবে গবেষণাপত্র প্রকাশিত হলে ভালো। নজেল ম্যানেজমেন্ট সিস্টেমে অভিজ্ঞ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। এমপিএসএস জানা বাধ্যতামূলক। কোয়ালিটেটিভ ও কোয়ানটেটিভ পদ্ধতিতে ডেটা কালেকশন জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,২৯,০৪০ থেকে ১,৬১,৩০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া কর্মীর স্বামী/ স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, জীবনবিমা ও কর্মীর বার্ষিক চিকিৎসা সুবিধা আছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৩।