জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক আরসি অফিসারের ৩১২টি পদের প্রাথমিকভাবে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরসি অফিসারের ৩১২টি পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে নির্বাচিত ৩১২ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।