বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৫০,০০০

মডেল: নুসরাত ও সিফাত
ছবি: খালেদ সরকার

বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং আরএমটিপি প্রকল্পের আওতায় ‘নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালুচেইন’ উপপ্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিষয়ে চার বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাকুয়াকালচার, ফিশারিজ টেকনোলজি, ফিশ প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ফিশ জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মৎস্যখাত উন্নয়নবিষয়ক কর্মকাণ্ডে জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় দুই বছর প্রকল্প ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতাসহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভ্যালুচেইন প্রকল্প বা ইন্টারভেনশন ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে ভ্যালুচেইন প্রকল্প ব্যবস্থাপনায় দুই বছরসহ কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি লিখনে পারদর্শী হতে হবে এবং এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৪৫। তবে যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন ও ভাতা: মাসিক বেতন ৫০,০০০ টাকা। প্রকল্পের বরাদ্দ অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৩।