মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার, পার্টনার অ্যান্ড ভেন্ডর রিস্ক ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: জেনারেল ম্যানেজার, পার্টনার অ্যান্ড ভেন্ডর রিস্ক ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক (সম্মান) বা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ভিআরএম প্রিন্সিপাল ও মেথড সম্পর্কে জানাশোনা থাকতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট টিম ব্যবস্থাপনা ও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। সময় ব্যবস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৪।