বেবিচকে বিশাল নিয়োগ, শূন্য পদ ৯২৪

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ।
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯টি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। সব গ্রুপ মিলে মোট শূন্য পদ ৯২৪টি।

বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ-১–এ সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হবে একজন, এরোড্রাম কর্মকর্তা ৩৩ জন, সিএনএস প্রকৌশলী ৭ জন, এরোড্রাম সহকারী ১৪৬ জন, স্যানিটারি ইন্সপেক্টর ১ জন, গ্যাস টেকনিশিয়ান ২ জন, অগ্নিনির্বাপক মোটরচালক ২২ জন ও বোর্ডিং ব্রিজ অপারেটর ৬৩ জন নেওয়া হবে।

গ্রুপ-২–এ সিনিয়র প্রোগ্রামার ১ জন, সহকারী পরিচালক ৫ জন, এএনএস ইন্সপেক্টর ১ জন, ইন্সপেক্টর (এরোড্রাম) ২ জন, সিনিয়র অফিসার ১৫ জন, তথ্য সহকারী ৮ জন, উচ্চমান সহকারী ৪ জন ও ট্রাফিক হ্যান্ড ১৩ জন নেওয়া হবে।

গ্রুপ-৩–এ এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর ৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ৪ জন, সহকারী প্রকৌশলী (ই/এম) ৬ জন, এয়ারপোর্ট ফায়ার লিডার ৭ জন, স্টোর কিপার ১ জন, বহিরঙ্গন সহকারী ২ জন, মোটর ও মেকানিক ২ জন নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ-৪–এ মেইনটেন্যান্স প্রকৌশলী ৪, এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর ৩, হিসাবরক্ষক ৫, নিরাপত্তা অধিক্ষক (নারী) ১, নিরাপত্তা অধিক্ষক (পুরুষ) ৯, চেইনম্যান ১ ও মোটর পরিবহন ক্লিনার ৩ জন নেওয়া হবে।

গ্রুপ–৫–এ সহকারী পরিচালক ৫ জন, অর্থনীতিবিদ ১ জন, ফায়ার অফিসার ২ জন, নিরাপত্তা অপারেটর ৪০ জন, কনভেয়ার বেল্ট অপারেটর ২৪ জন ও লাউঞ্জ রুম পরিচালক ২৯ জন নেওয়া হবে।

গ্রুপ-৬–এ এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার ২ জন, এয়ারক্রাফট মার্শালার ৪ জন, সহকারী শরীরচর্চা প্রশিক্ষক ২ জন, ফোরম্যান (সিভিল) ১ জন, ড্রাফটসম্যান ৮ জন, বিদ্যুৎ কারিগর ৪ জন, অটো ইলেকট্রিশিয়ান ২ জন, সশস্ত্র নিরাপত্তা প্রহরী ৪১ জন ও নিরাপত্তা প্রহরী ৪৬ জন নেওয়া হবে।

গ্রুপ-৭–এ হিসাব সহকারী ১৩ জন, ডেটা এন্ট্রি অপারেটর ৩ জন, সহকারী ড্রাফটসম্যান ৪ জন, সহকারী রেডিও টেকনিশিয়ান ৪ জন, ফিটার মেকানিক ১ জন, ইঞ্জিনচালক ২৭ জন, রংমিস্ত্রি ১ জন, সহকারী রাজমিস্ত্রি ১ জন, মালি ৪ জন ও রেডিও ক্লিনার ৭ জন নেওয়া হবে।

গ্রুপ-৮–এ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬৯ জন, সার্ভেয়ার ১ জন, স্টোরম্যান ৪ জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন, এয়ারপোর্ট ফায়ার অপারেটর ৮৫ জন, মোটর পরিবহন ফিটার ড্রাইভার ৪ জন, জুনিয়র নিরাপত্তা অপারেটর ৭ জন, পাম্পচালক ও পাম্পমিস্ত্রি ২ জন, ট্রলিম্যান ৩৫ জন ও সহকারী বাবুর্চি ১ জন নেওয়া হবে।

গ্রুপ-৯–এ টেলিফোন অপারেটর ৫ জন, ড্রাইভার ৩৬ জন, বার্ড শুটার ৪ জন, তার কারিগর ৭ জন, ডেন্টার ১ জন, মাস্টলস্কর ২ জন ও হেলপার ৮ জন নেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে

আবেদন ফি
নবম গ্রেড বা এর বেশি গ্রেডের জন্য ৬০০ টাকা, দশম গ্রেডে ৫০০ টাকা, ১১তম থেকে ১২তম গ্রেডে ৩০০ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১০০ টাকা।

আবেদনের সময়সীমা: ২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।