বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (ইএমআরডি) সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কমিশনে তিনটি শূন্য পদে সদস্য নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, রেজিস্টার্ড ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: সদস্য
পদসংখ্যা: ৩
যোগ্যতা: বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে। ভূবিজ্ঞান, ভূতত্ত্ব ও খনিজবিদ্যা, আইন, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, লোকপ্রশাসন, রসায়ন, পদার্থবিদ্যা অথবা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কেমিক্যাল বা পেট্রোলিয়াম বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অযোগ্যতা: কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে। নৈতিক স্খলনজনিত কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে আদালত কর্তৃক অন্যূন দুই বছর বা তদূর্ধ্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং ওই দণ্ড থেকে মুক্তিলাভের পর পাঁচ বছর সময় অতিক্রান্ত হয়নি। কমিশনের আওতাভুক্ত কোনো কিছুতে ব্যবসায়িক স্বার্থ রয়েছে—এমন কোনো ব্যক্তি সদস্য পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। সদস্য হিসেবে নিয়োগ প্রাপ্তির পর তিনি নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে এনার্জি খাতে ব্যবসায়িক স্বার্থে জড়িত হতে বা থাকতে পারবেন না।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (তিন বছর)
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা: মাসে মূল বেতন ৯৫,০০০ টাকা। এ ছাড়া মাসে বাড়িভাড়া বাবদ ৫০,৬০০ টাকা। নিজের ও পরিবারের সদস্যদের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসার ব্যয় প্রাপ্য হবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত ফটোকপিসহ দুই সেট আবেদনপত্র সরাসরি, রেজিস্টার্ড ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ই-মেইল: dsadmin3@emrd.gov.bd।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।