বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করেতে হবে।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ২১
বিভাগ ও পদ: সিভিল ইঞ্জিনিয়ারিং (৬টি), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৮টি), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৩টি), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (৩টি) ও এমএমই (১টি)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/সংস্থায় পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদসংখ্যা: ৫
বিভাগ ও পদ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৩টি) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (২টি)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/সংস্থায় পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ)
পদসংখ্যা: ২২
যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি/চার বছর মেয়াদি সম্মানে দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব/রাজস্ব/নিরীক্ষা)
পদসংখ্যা: ১০
যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি/সিএ (ন্যূনতম নলেজ লেভেল)/ আইসিএমএ (প্রফেশনাল লেভেল-১)/এমবিএ/ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি সম্মানে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১১
বিভাগ ও পদ: সিভিল ইঞ্জিনিয়ারিং (৩টি), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৩টি), কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (১টি), অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (২টি) ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (২টি)
যোগ্যতা: সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৬. পদের নাম: সহকারী কর্মকর্তা
পদসংখ্যা: ২
যোগ্যতা: বিএসসি ডিগ্রি। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৭. পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতকোত্তর/চার বছর মেয়াদি সম্মানে দ্বিতীয় শ্রেণি অথবা সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ সংস্থায় প্রশাসনিক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৮. পদের নাম: সহকারী কর্মকর্তা (হিসাব/রাজস্ব/নিরীক্ষা)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর/সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি সম্মানে দ্বিতীয় শ্রেণি অথবা সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ বিকম পাস। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছরের অধিক হবে না। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা recruitment@bgdcl.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ নবম গ্রেডের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৬৬৭ টাকা এবং দশম গ্রেডের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৯ জুন ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।