সব স্থগিত বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ করে গতি স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার সভায় এ সিদ্ধান্ত হয়। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা বলেন, বিশেষ কারণে সবকিছুতে গতি ফেরানো যাচ্ছিল না। এখন সব স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়েছে। সব স্থগিত বিসিএস পরীক্ষার তারিখ দেওয়া হবে। আবার আগের গতিতে ফেরানোর চেষ্টা করবে পিএসসি।
এদিকে ৪৪তম বিসিএসের ভাইভা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আটকে আছে। এগুলো নিয়ে অনিশ্চিত হয়ে আছেন চাকরিপ্রার্থীরা।