বেসরকারি সংস্থায় চাকরি, বেতন প্রায় ১ লাখ, ২ দিন ছুটি

মডেল: নুসরাত ও সিফাত
ছবি: খালেদ সরকার

বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় শিশু অধিকার নিয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিশু অধিকার, চাইল্ড ওয়েলবিং ও সাইকোলজিক্যাল নিডস বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের আঞ্চলিক বা রোহিঙ্গা ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ ও ইংরেজি ভাষায় সাবলীল হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স: ৩০ থেকে ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)
বেতন: মাসিক বেতন ৯৬,৫৫০ টাকা
সুযোগ-সুবিধা: বছরে একটি উৎসব বোনাস, মোবাইল বিল ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ জুলাই ২০২৩।