পুলিশের ওয়েবসাইটের সৌজন্য
পুলিশের ওয়েবসাইটের সৌজন্য

এসআই পদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা কাল শুরু, প্রার্থীদের জন্য এল নতুন নির্দেশনা

বাংলাদেশ পুলিশ বাহিনীর ক্যাডেট সাব–ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা ২৪ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ২৬৯ প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে। রাজধানীর রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থা ও স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি, উত্তরা, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৫০০ প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। এক দিনে চার শিফট করে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

কম্পিউটার দক্ষতা পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নির্দেশনাবলি দেওয়া হয়েছে। এগুলো হলো—

১.

কম্পিউটারের ডেস্কটপে পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে একটি ফোল্ডার তৈরি করে টাইপকৃত সকল ডকুমেন্ট Section ভিত্তিক Save করতে হবে। পরীক্ষার্থী কর্তৃক নির্দিষ্ট ফোল্ডারে তার টাইপ করা ডকুমেন্টসমূহ Save করতে ব্যর্থ হলে তার দায়ভার পরীক্ষার্থী বহন করবে;

২.

পরীক্ষা শেষে কম্পিউটারে টাইপকৃত উত্তরসমূহ পুলিশ হেডকোয়ার্টার্স হতে সরবরাহকৃত নির্ধারিত কাগজে প্রিন্ট করে পূরণকৃত ওএমআর (OMR) শিটসহ প্রিন্টেড উত্তরপত্রসমূহের সেকশন ক্রম অনুযায়ী স্ট্যাপল করে কক্ষের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের কাছে বুঝিয়ে দিতে হবে।

৩.

উত্তরপত্রের ওপরে OMR শিটে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও স্বাক্ষর না থাকলে কিংবা রোল নম্বর ভুল লেখাসহ বৃত্ত ভুল ভরাট করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে;

৪.

উত্তরপত্রের ওপর OMR যুক্ত ফরমে নির্দিষ্ট স্থান ব্যতীত এবং কম্পিউটারে টাইপের সময় কোথাও কোনো নাম বা রোল কিংবা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে;

৫.

পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ব্যাগ, ছাতা, ক্যামেরা, পেনড্রাইভ বা অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে নেওয়া যাবে না; এবং

৬.

পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে পরীক্ষক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কম্পিউটার দক্ষতা পরীক্ষার মধ্যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং বিষয়গুলো অন্তর্ভুক্ত। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।