সমন্বিত পাঁচ ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’ এর ৭৮৭টি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’–এর ২০২২ সালভিত্তিক ৭৮৭টি (সোনালী ব্যাংক পিএলসি-৫৩৫টি, জনতা ব্যাংক পিএলসি-৫০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-১৫৯টি, প্রবাসীকল্যাণ ব্যাংক-৩৯টি) শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ২৬ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। পরীক্ষার তারিখ এবং সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।