বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকিং প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। তবে ‘ট্রেইনি অফিসার’ পদে কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আগ্রহীরা ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদন করতে পারবেন। সিজিপিএ–৪–এর মধ্যে ৩ থাকতে হবে।
অভিজ্ঞতা ও অন্য যোগ্যতা
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। ইংরেজি ও বাংলায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে। যেকোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে।
বেতন
‘ট্রেইনি অফিসার’ পদে চাকরি পেলে মাসে বেতন হবে ২৮ হাজার টাকা। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা মিলবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।