এসআইবিএলে চাকরি, সর্বোচ্চ বেতন ২৮,০০০, লাগবে না অভিজ্ঞতা

মডেল: ইয়াসফি ও হাদী
ছবি: খালেদ সরকার

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংতে দুই ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
    বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
    বেতন–ভাতা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ২৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল সফলভাবে শেষ হওয়ার পর অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) পদে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৩৯,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

  • ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
বেতন-ভাতা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ২৬,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল সফলভাবে শেষ হওয়ার পর অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৩৬,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের সোশ্যাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৪।