বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ক্যাটাগরির ৮৩৫ পদে আবেদনকারী প্রার্থীদের জন্য সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৮ সালের ৪ জুলাই ৭ ক্যাটাগরির ১২১টি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এ ছাড়া ২০২২ সালের ১৮ জানুয়ারি ২১ ক্যাটাগরির ৭১৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই দুই নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।
নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় নির্ধারিত হলে আবেদনকারী সব বৈধ প্রার্থীকে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে। এ ছাড়া বিবিএসের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এই দুই নিয়োগের বিষয়ে প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
২১ ক্যাটাগরির ৭১৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১০ মাস পর বাছাই/লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। পরীক্ষার প্রবেশপত্রও ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে পরীক্ষার কয়েক দিন আগে তা স্থগিত করা হয়।
সে সময় পরিসংখ্যান ব্যুরো থেকে বলা হয়েছিল, আইনি জটিলতার কারণে এসব পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছু পদের বিপরীতে প্রার্থীদের মামলা রয়েছে।