গাইবান্ধাবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, পদ ১০১

গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৭ ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৯তম গ্রেডে মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শুধু গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

২. পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান

পদসংখ্যা: ১

যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস

বেতন স্কেল: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৩. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ৫

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংসহ ই–মেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ৮৭

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৬. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৭. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

বয়সসীমা

১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

ছবি: সংগৃহীত

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই (https://csgaiteletalk.com.bd/) ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য (https://file_rangpur.portal.gov.bd/uploads/416c0513_8f71_4e65_a5ce_20182bc43240//66e/662/19e/66e66219ed770488108398.pdf) লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

১৪ অক্টোবর, ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।