আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, মূল বেতন পৌনে ২ লাখ, আছে সার্বক্ষণিক গাড়ি

মডেল: ইয়াসফি, হাদী ও রিয়া
ছবি: খালেদ সরকার

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিল) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে চুক্তি ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতি পাসের ক্ষেত্রে সিজিপিএ ৫–এর ক্ষেত্রে ৩.৫ ও ৪–এর স্কেলে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এর ওপরের পদে অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বড় কোনো পাওয়ার ইউটিলিটিসে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্সে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। করপোরেট ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনার দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: ৩০ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৬০ বছর। তবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।
মূল বেতন: ১,৭৫,০০০ টাকা
সুযোগ–সুবিধা: বাসাভাড়া ভাতা, মেডিকেল সাপোর্ট, বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম এপিএসসিএলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আরডেন্ট (লেভেল–৮), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৩।