বেসরকারি এনসিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে দুই ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে।
১. পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স (আইসিসি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বিশেষ করে এমবিএ/এমবিএম ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। সিএ/এসিসিএ/এসিএমএ/সিআইএমএ/সিআইএ প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অডিট/ইনস্পেকশন/আইসিসি ক্ষেত্রে হেড হিসেবে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বয়স: ১০ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫২ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।
২. পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ (আইসিসি)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বিশেষ করে এমবিএ/এমবিএম ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। সিএ/এসিসিএ/এসিএমএ/সিআইএমএ/সিআইএ প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অডিট/ইনসপেকশন ও আইটি অডিটে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ব্যাংকিং/ক্রেডিট/ফরেন এক্সচেঞ্জ/ট্রেজারি/এএমএল–সিএফটি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বয়স: ১০ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৫।