এনসিসি ব্যাংকে চাকরি, নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে

বেসরকারি এনসিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে দুই ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে।

১. পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স (আইসিসি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বিশেষ করে এমবিএ/এমবিএম ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। সিএ/এসিসিএ/এসিএমএ/সিআইএমএ/সিআইএ প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অডিট/ইনস্পেকশন/আইসিসি ক্ষেত্রে হেড হিসেবে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বয়স: ১০ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫২ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।

২. পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ (আইসিসি)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বিশেষ করে এমবিএ/এমবিএম ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। সিএ/এসিসিএ/এসিএমএ/সিআইএমএ/সিআইএ প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অডিট/ইনসপেকশন ও আইটি অডিটে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ব্যাংকিং/ক্রেডিট/ফরেন এক্সচেঞ্জ/ট্রেজারি/এএমএল–সিএফটি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বয়স: ১০ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৫।