বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সিনিয়র গবেষণা কর্মকর্তা (স্পোর্টস মেডিসিন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ স্পোর্টস মেডিসিনে ডিপ্লোমা (দ্বিতীয় শ্রেণি) ও সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
২. পদের নাম: সিনিয়র গবেষণা কর্মকর্তা (এক্সারসাইজ ফিজিওলজি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি/মেডিকেল সায়েন্স গ্র্যাজুয়েটসহ এক্সারসাইজ ফিজিওলজিতে ডিপ্লোমা (দ্বিতীয় শ্রেণি)। সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৩. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ১০ (ইংরেজি-১টি, অর্থনীতি-১টি, উদ্ভিদবিদ্যা-১টি, গণিত-১টি, রাষ্ট্রবিজ্ঞান-১টি, আইসিটি-১টি, রসায়ন-১টি, ভূগোল-১টি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, স্পেশালাইজেশন ইন অ্যাথলেটিকস-১টি ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, স্পেশালাইজেশন ইন ক্রিকেট-১টি)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৫. পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬. পদের নাম: গাড়িচালক (ভারী)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অন্যূন পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৭. পদের নাম: গাড়িচালক (হালকা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: রেকর্ডকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: হিসাব করণিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। ইংরেজি ও বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৪০ ও ৩০ শব্দের গতিসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. পদের নাম: অভ্যর্থনাকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নিজ হস্তে লিখিত নির্ধারিত ফরম পূরণ করে সাম্প্রতিক সময়ের তিন কপি (৫ বাই ৫ সেন্টিমিটার সাইজ) সত্যায়িত ছবি ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালে) পৌঁছাতে হবে। নির্ধারিত আবেদন ফরম বিকেএসপির ওয়েবসাইটে পাওয়া যাবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ৬০০ টাকার ব্যাংক ড্রাফট; ৫ থেকে ১০ নম্বর পদের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট ও ১১ নম্বর পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট, উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৩।