বেসরকারি সংস্থা হারভেস্টপ্লাস সলিউশনস বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও সিভি পাঠানো যাবে।
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাগ্রি বিজনেস, ফুড বা অ্যাগ্রিকালচার মার্কেটিং বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অ্যাগ্রি বিজনেস মার্কেটিং বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থার অধীন অ্যাগ্রিকালচার বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে অ্যাগ্রিকালচার বা ফুড সেক্টর মার্কেটিং/বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিটেইল, এফএমসিজি বা ফুড সেক্টরে স্টার্টআপের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগে দক্ষ হতে হবে। পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৫০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া hr@harvestplus.solutions ঠিকানায় জীবনবৃত্তান্ত ই-মেইল করে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে ‘Business Manager Bangladesh’ লিখিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ মে ২০২৪।