বেতন বাড়ানোর দাবিতে ইংল্যান্ডে বড় ধর্মঘটে চিকিৎসকেরা

বেতন বাড়ানোর দাবিতে গত ১৪ জুন হাসপাতালের সামনে আন্দোলন করেন চিকিৎসকেরা
ফাইল ছবি: রয়টার্স

ইংল্যান্ডে আজ বুধবার থেকে টানা ছয় দিনের ওয়াকআউট কর্মসূচি শুরু করবেন জুনিয়র চিকিৎসকেরা। রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ৭৫ বছরের ইতিহাসে এটি হবে চিকিৎসকদের দীর্ঘতম ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়বেন রোগীরা।

গত বছরের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মতো ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রতিনিধিত্বকারী জুনিয়র চিকিৎসকেরা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখে আরও ভালো বেতনের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

এনএইচএস ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। চিকিৎসকদের ধর্মঘটের কারণে গত বছর ১২ লাখ চিকিৎসাসংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

৮ থেকে ১০ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাবের পর সরকারের সঙ্গে বিএমএ আলোচনা প্রত্যাখ্যান করে গত ২০ থেকে ২৩ ডিসেম্বর ধর্মঘট করে। ইউনিয়নের দাবি, কয়েক বছর ধরে চলমান মুদ্রাস্ফীতির কারণে চিকিৎসকদের বেতন ৩৫ শতাংশ বাড়াতে হবে।

সম্প্রতি দেশটির সরকার নার্স, জ্যেষ্ঠ চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যসেবাকর্মীদের নতুন বেতন চুক্তিতে সম্মত হয়েছে। এখন জুনিয়র চিকিৎসকেরা বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট ডেকেছেন। এই ধর্মঘট স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ বাড়াবে। কারণ, এই মুহূর্তে ৭৭ লাখের বেশি রোগী চিকিৎসা ও অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার তালিকায় রয়েছেন। তাঁদের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার হুমকি আছে।

এনএইচএস ন্যাশনাল মেডিকেল ডিরেক্টর স্টিফেন পোয়িস এক বিবৃতিতে বলেছেন, চলতি জানুয়ারিতে এনএইচএস বছরের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হতে পারে।