অবশেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর ১০ মাস পরে ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু এ খবর সবার জন্য সুখকর নয়। গেজেটে নিয়োগপ্রক্রিয়া থেকে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন ৯৯ জন, যা কয়েকটি বিসিএস থেকে বাদ পড়ার মধ্যে সর্বোচ্চ। এই বাদ পড়াকে হতাশাজনক হিসেবে মন্তব্য করেছেন কয়েকজন প্রার্থী ও তাঁদের পরিবার।
৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। দীর্ঘ ১০ মাস পর গতকাল মঙ্গলবার গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চূড়ান্ত গেজেট ২ হাজার ৬৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাডারে মোট বাদ পড়েছেন ৯৯ জন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে বাদ পড়েছেন ৭ জন ও পুলিশ ক্যাডারে বাদ পড়েছেন ৪ জন।
এর আগে ৪১তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েন ৬৭ জন, ৪০তম বিসিএস থেকে ৩৪ জন, ৩৭তম বিসিএস থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন বাদ পড়েছিলেন।
পিএসসির সুপারিশের পর যাঁরা বাদ পড়েন, তাঁদের ক্ষেত্রে বাদ পড়ার নির্দিষ্ট কোনো কারণ না বললেও এর আগে বাদ পড়া প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া ভেরিফিকেশেনে নেতিবাচক প্রতিবেদনের কারণে তাঁরা বাদ পড়েছিলেন।
তবে এই সরকার আসার পরপরই পিএসসি থেকে নিয়োগের সুপারিশ পেয়েও নেতিবাচক প্রতিবেদনের কারণে চূড়ান্ত প্রজ্ঞাপনে নাম না আসায় আটকে গেছেন—এমন ২৫৯ জন চাকরিপ্রার্থী নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৮ থেকে ৪২তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশক্রমে ২৫৯ জন প্রার্থীকে বিসিএসের বিভিন্ন ক্যাডারের প্রবেশিকা পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এসব প্রার্থী গত ১ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিয়েছেন।