তাঁত বোর্ডের ফিল্ড সুপারভাইজার পদের ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতের ১৩তম গ্রেডে ফিল্ড সুপারভাইজারের ২৮টি স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিল্ড সুপারভাইজার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪০ জন। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইটে এবং প্রার্থীর আবেদনে উল্লেখিত মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ফিল্ড সুপারভাইজার পদে জনবল নিয়োগে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার ২১টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে