জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে ৩ পদে চাকরি, নবম গ্রেডে চাকরির সুযোগ

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ ও প্রোগ্রামার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। প্রতিটি পদে আবেদনে যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে ২১ জুলাই থেকে। আবেদনের শেষ হবে ১৯ আগস্ট।

১. পদের নাম: সহকারী বিশেষজ্ঞ
গ্রেড: নবম
বেতন: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (প্রতি মাসে)।
পদ: ১৫টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং অন্যূন দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রি।

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

২. বিশেষজ্ঞ
গ্রেড: ষষ্ঠ
বেতন: ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (প্রতি মাসে)।
পদ: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিসহ বা সমমানের সিজিপিএতে এমএড ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এমএড ডিগ্রি। কোনো স্বীকৃত জার্নালে শিক্ষাবিষয়ক দুটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

৩. প্রোগ্রামার
গ্রেড: ষষ্ঠ
বেতন: ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (প্রতি মাসে)।
পদ: একটি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলৈকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

আবেদনের বিস্তারিত দেখুন এখানে

https://nape.gov.bd/sites/default/files/files/nape.portal.gov.bd/notices/e5957502_e62c_4b67_bbbc_2814687f6fc0/2024-07-18-11-22-c7acdc99a4b3e11885967abea6ac02b3.pdf