আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অফিসার—নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন পদে কর্মী নিয়োগ দেবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অফিসার-নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সিস্টেমস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আইটি নেটওয়ার্ক ম্যানেজ, ডেটা/ইন্টারনেটের সার্ভার ম্যানেজমেন্ট এবং আইটি ইকুইপমেন্ট ম্যানেজমেন্টে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেটওয়ার্ক ডিজাইন, নেটওয়ার্ক সিকিউরিটি ও প্রোগ্রামিংয়ে অভিজ্ঞ হতে হবে। অ্যাকসেস কন্ট্রোল সফটওয়্যার, মাইক্রোসফট ৩৬৫, মাইক্রোসফট অফিস প্যাকেজ, জিরা সার্ভিস ম্যানেজমেন্ট/জিরা কনফ্লুয়েন্স, প্রসেস অটোমেশন, পিএফসেন্সে অভিজ্ঞ হতে হবে। ডকুমেন্টেশন ও টেকনিক্যাল রাইটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইআরপি বিষয়ে জানাশোনা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশ অফিস, ঢাকা
বেতন: মাসিক মূল বেতন ৯১,৬৯৬ থেকে ১,৪৩,৩১৬ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।
প্রার্থীদের ইরির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply for requisition বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৪।