পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী, কারিগরী সহায়ক (ওএন্ডএম) এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির কয়েকটি শর্ত সংশোধন করা হয়েছে। সংশোধিত শর্ত অনুযায়ী চাকরি প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে কোটা–সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে জারিকৃত স্মারক ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতিমধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।